Follow Us

Ads

Powered by Blogger.

Tuesday, 11 August 2020

Tandoori chicken Meatball bangla by Suraya recipes | easy c hicken mea...


তান্দুরি চিকেন মিটবল রেসিপিঃ

উপকরণঃ

মিটবল ২০ টি

পিয়াজ কুচি ১ কাপ

ক্যাপসিকাম স্লাইস ১ কাপ

টক দই ১ টেবিল চামচ

তান্দুরি মসলা ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ

রসুন বাটা ১ চা চামচ

আদা বাটা ১ চা চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

টোমেটো কেচাপ ১/৪ কাপ

তেল ১/২ কাপ

লবন স্বাদ মত

প্রণালী ঃ

প্রথমে মিটবল গুলিকে আদা , রসুন বাটা , লেবুর রস, টক দই আর তান্দুরি মসলা দিয়ে ভাল করে মিশিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে ৩০ মিনিট এর জন্য । ৩০ মিনিট পর ফ্রাই প্যান গরম হলে তেল দিতে  হবে। এরপর পিয়াজ আর চিলি ফ্লেক্স দিয়ে একটু ভেজে দিতে হবে মিটবল গুলি ।মিডিয়াম হিটে ৮ থেকে ১০ মিনিট ভেজে নেবার পর দিতে হবে টমেটো কেচাপ । এরপর কাপ্সিকাম দিয়ে ২/৩ মিনিট ভেজে পরিবেশন করুন দারুন মজার তান্দুরি চিকেন মিটবল ।




No comments:

Post a Comment