Follow Us

Ads

Powered by Blogger.

Thursday, 23 July 2020

Biriyani Masala | বিরিয়ানি মসলা

https://youtu.be/6p5AeLMC_qw

Biriyani Masala/ বিরিয়ানি মসলা

উপকরণঃ

তেজপাতা ৩/৪ টি

শুকনা মরিচ ৭/৮ টি

ধনিয়া ১ চা চামচ

জিরা ১ টেবিল চামচ

স্টার মসলা ২ টি

লবঙ্গ ১/২ চা চামচ

গোল মরিচ ১ টেবিল চামচ

মৌরি  ১চা চামচ

জয়ফল ১ টি

জয়ত্রী ৩/৪ টুকরা

দারচিনী ৩/৪ টুকরা

সাদা এলাচ ১০/১২ টি

শাহি এলাচ ২/৩ টি

 শাহী জিরা ১ চা চামচ

 

প্রণালীঃ

সব মসলা হালকা গরম করে নিতে হবে একেবারে নিম্ন তাপমাত্রায় । ভাজা বা টালা যাবেনা। যখন সব মসলা গরম হয়ে যাবে তখন চুলা বন্ধ করে । ঠাণ্ডা করে নিতে হবে । এখন মসলা গুলিকে গ্রাইনড করে বা শিল- পাটায় পিশে নিতে হবে। এই মশলা যেকোনো বিরিয়ানি রান্নায় ব্যবহার করা যাবে।

টিপস ঃ মসলার ফ্লেভার  ধরে রাখতে চাইলে এয়ার টাইট বক্স করে রাখতে হবে ।


No comments:

Post a Comment