রুহ-আফজা এগ
পুডিং ঃ
উপকরণঃ
ডিম ৩ টি
রুহ আফজা সিরাপ
১/৩ কাপ
ঘন তরল দুধ
১ কাপ
গুড়া দুধ ২
টেবিল চামচ
ক্যারামেল এর
জন্য ঃ
১/২ কাপ চিনি
প্রনালিঃ
প্রথমে ক্যারামেল
তৈরি করে পুডিং এর টিনে ঢেলে ঠাণ্ডা করে নিতে হবে । এবার একটা পাত্রে ডিমের সাথে রূহ আফজা সিরাপ দিয়ে ভাল করে বিট করে নিতে হবে । রূহ আফজা আর ডিমের
মিশ্রণে এবার তরল দুধ আর গুড়া দুধ ভাল করে মিশিয়ে নিতে হবে । এবার একটা ছাকনি দিয়ে
মিশ্রন টি ছেকে পুডিং এর পাত্রে ঢেলে নিতে হবে এবং পুডিং এর পাত্র ঢাকনা দিয়ে বা ফয়েল
পেপার দিয়ে ভাল করে আটকে দিতে হবে । এখন চুলা অন করে একটা বড় সাইজের পাতিল এর ভিতর
স্ট্যান্ড বা পরিস্কার কাপড় ভাঁজ করে পাতিলের
ভিতর দিতে হবে । এবার পুডিং টিন পাতিলের ভিতর বসিয়ে , পাশ দিয়ে ফুটন্ত পানি সাবধানে
দিয়ে দিতে হবে পুডিং তিন এর মাঝামাঝি পর্যন্ত। এখন পাতিল ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু
লো হিটে রান্না করে নিতে হবে ৪৫ মিনিট । ৪৫ মিনিট পর ঠাণ্ডা করে রুহ-আফজা সিরাপ দিয়ে
পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা রুহ-আফজা এগ পুডিং।
Visit my
facebook page: https://www.facebook.com/surayaskitchen1
No comments:
Post a Comment