Follow Us

Ads

Powered by Blogger.

Saturday, 9 January 2021

Homemade Haleem Masala recipe Bangla | Shahi Haleem Moshla | হালিম মশলা...


শাহী হালিম মসলাঃ

শুকনো মরিচ ৭/৮টা,

গোলমরিচ ১ টেবিল চা চামচ,

 গোটা ধনিয়া টেবিল চামচ, গোটা জিরে   টেবিল চামচ,

 মেথি টেবিল চামচ

 রাঁধুনি: টেবিল চামচ,

 লবঙ্গ-৬টা

এলাচ ১০/১২ টি

দারুচিনি ৪/৫ টুকরা

শাহী এলাচ ২ টি

জায়ফল ১/২

জায়ত্রি ২ টুকরা

স্টার মসলা ১ টুকরা

হলুদ ১ টেবিল চামচ

আদা পাওডার ১ চা চামচ

রশুন পাওডার ১ চা চামচ

 

প্রণালীঃ

কড়াই গরম করে  গুড়া মসলা বাদে একে একে বাকি মশলা একদম লো হিটে  ভেজে তুলে রাখুন। তবে, সাবধান, মশলা যেন পুড়ে না যায়। এবার শুকনো মরিচ বাকি সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করে নিন। এবার সব গুঁড়া মসলা একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হালিম মিক্সড মসলা।  এটাই হালিমের শাহি মশলা। এই মশলাটা এয়ার টাইট কৌটোতে ভরে - মাস পর্যন্ত রেখে দিতে পারেন। নষ্ট হবে না






No comments:

Post a Comment