Follow Us

Ads

Powered by Blogger.

Monday, 19 April 2021

Shahi Vegetable Chickpeas Vuna । special iftar recipes bangla by Suraya ...


শাহী সব্জি ছোলা ভুনা রেসিপিঃ

উপকরণঃ

কাপ সিদ্ধ ছোলা

১ কাপ মিক্সড সব্জি

কাপ পিয়াজ কুচি

টেবিল চামচ আদা বাটা / কুচি

টেবিল চামচ রসুন বাটা/ কুচি

২ টি তেজপাতা

৩ টুকরা দারুচিনি

৪ টি এলাচ

১ টি শাহী এলাচ

১ চা চামচ শাহী জিরা

১/২ চা চামচ গোলমরিচ

১/২ চা চামচ জায়ফল

১/২ চা চামচ জায়ত্রি

চা চামচ হলুদের গুড়া

চা চামচ জিরার গুড়া

চা মরিচের গুড়া

চা চামচ পাপ্রিকা পাউডার

১ টেবিল চামচ চিলি ফ্লেক্স

চা চামচ গরম মসলা পাউডার

/ কাপ তেল

স্বাদ মত লবন

প্রণালী

প্রথমে তেল গরম হলে দিতে হবে শাহী মসলা, শুকনা মরিচ আর পিয়াজ কুচি সব কিছু বাদামি করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিতে হবে আদা বাটা , রসুন বাটা আর জিরা , মরিচ, হলুদের গুড়া এবং দিতে হবে স্বাদ মত লবন আর সব্জি। ুল্প পানি দিয়ে সব কিছু  / মিনিট ভুনে  নিতে হবে। পানি ফুটে উঠলে ঢেকে মাঝারি আচে রান্না করতে হবে মিনিট। মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়   মাখা মাখা হলে সিদ্ধ ছোলা দিয়ে আরও মিনিট ভুনে নিতে হবে শেষে গরম মসলা পাউডার দিয়ে নামিয়ে নিতে হবে  

ব্যাস তৈরি হয়ে গেল  সাস্থসম্মত শাহী সব্জি ছুলা ভুনা  

নোট

২। ঝাল , মসলা , তেল প্রয়জন অনুযায়ী কম বেশি করা যাবে।






No comments:

Post a Comment